আজকের সর্বশেষ
No post found
প্রচ্ছদ | শিক্ষা
রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু
প্রতিনিধি
শনিবার ১৯ জুন ২০২১ ১২:৩৯

রাজশাহীতে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দানের মাধ্যমে এই কর্যক্রম শুরু করা হয়। এদিন ২১০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হলো।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, আজ রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হলো। তারা সবাই চীনা টিকা পেলো। এছাড়া পর্যায়ক্রমে রাজশাহীর অন্যসব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। রবিবার বারিন্দ ও পরেরদিন ইসলামী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার আদেশ এসেছে। তাই তাদের টিকা দেওয়া হচ্ছে। এতে কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে মেডিকেল শিক্ষার্থী আসলে তাদের টিকা দেওয়া সম্ভব হবে।

শিক্ষা এর সর্বশেষ









মন্তব্য করুন