আজকের সর্বশেষ
No post found
প্রচ্ছদ | মিডিয়া
দুই বছর এই আশ্রয়ণ প্রকল্প টিকবে তো!
প্রতিনিধি
বৃহস্পতিবার ৮ জুলাই ২০২১ ১৬:৪২

আশ্রয়ণ প্রকল্পের ছবি দেখে আমার মন ভালো হয়ে যায়। সারিবাঁধা পরিকল্পিত আবাসন ব্যবস্থা। কোনও একটি প্রকল্পের অবস্থান নদীর পাড়ে। শিশুরা খেলাধুলা করে নদীতে লাফিয়ে পড়ছে। বারবার দেখি। যতবার দেখি, ততবার ফিরে যাই ছেলেবেলায়।
মানুষের বয়স যত বাড়ে, ততই সে ছেলেবেলায় ফিরতে চায়। নদীতে লাফিয়ে পড়া শিশুদের মাঝে আমি নিজের শৈশবকে ফিরে পাই।
আশ্রয়ণ প্রকল্পের ছবি দেখলে আমার কাছে স্বপ্ন স্বপ্ন লাগে। যারা আমার লেখালেখির সঙ্গে অল্প-স্বল্প পরিচিত, তারা জানেন আমি শেষ জীবনটা কোনও নদীর পাড়ে একটা কুঁড়েঘরে কাটাতে চাই।
আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আমার সেই স্বপ্নের চেয়েও সুন্দর। মাঝে মাঝে আমার লোভ হয়, ইশ নদী পাড়ের কোনও আশ্রয়ণ প্রকল্পে একটা দুই রুমের ঘর থাকতো।
আমি স্বপ্ন দেখি, আমি জানি, দুই বছরের মধ্যে এই আশ্রয়ণ প্রকল্পের চেহারাই পাল্টে যাবে। ফুলে-ফলে পল্লবিত হবে প্রতিটি গৃহকোণ। হাস-মুরগি, গরু-ছাগলে, গাছপালায় লাগবে সমৃদ্ধির ছোঁয়া।
গ্রামীণ নারীদের যে অন্তর্নিহিত শক্তি, যা আমাদের মূলধারার অর্থনীতির বিবেচনায় আসে না, তারাই পাল্টে দিতে পারে সবকিছু। কিন্তু ইদানীং কিছু নিউজ দেখে ভয় হচ্ছে, দুই বছর এই আশ্রয়ণ প্রকল্প টিকবে তো!
লিখেছেনঃ প্রভাষ আমিন

মিডিয়া এর সর্বশেষ










মন্তব্য করুন