আজকের সর্বশেষ
No post found
প্রচ্ছদ | শিক্ষা
টিকার জন্য নিবন্ধন ২৪ হাজার শিক্ষার্থীর
প্রতিনিধি
রবিবার ১ আগস্ট ২০২১ ০৪:২৭

করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ২৪ হাজার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী। ১৯ দিন নিবন্ধন চলার পরে গত ৩১ জুলাই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকাল পাঁচটা পর্যন্ত ২৩ হাজার ৬৬৫ জন নিবন্ধন করেছেন এবং এরমধ্যে ২৬৫৪টি ডুপ্লিকেট আবেদন রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এরমধ্যে চীনগামী রয়েছেন ৮ হাজার ৯৮৯ জন, কানাডাগামী ২ হাজার ৯৫৫ জন, যুক্তরাজ্যগামী ২ হাজার ১১০ জন, ভারতগামী ১ হাজার ৮৯৬ জন, জার্মানিগামী ১ হাজার ৩১০ জন, মালয়েশিয়াগামী ১ হাজার ৩১০ জন, জাপানগামী ৯৯৮ জন ও যুক্তরাষ্ট্রে ৭০৫ জন। বাকি শিক্ষার্থীরা অন্যদেশে যাবেন।

শিক্ষা এর সর্বশেষ









মন্তব্য করুন