ব্রেকিংনিউজ

আজকের সর্বশেষ

No post found

প্রচ্ছদ | শিক্ষা

শ্রেণিরকক্ষেই শিক্ষকের বসবাস

প্রতিনিধি

মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১ ০২:২৮

ক্লাসরুম দখল করে বসবাস

বরগুনার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও ছাত্রীদের ওয়াসরুম দখল করে পরিবার নিয়ে বসবাসের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের ‍শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।


অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. ফেরদৌস। জানা গেছে, তিনটি কক্ষ ও ছাত্রীদের ব্যবহৃত ওয়াসরুম দখলে নিয়ে পরিবারসহ ছয় বছর ধরে বসবাস করছেন ওই শিক্ষক। শ্রেণিকক্ষের বেঞ্চ একত্র করে বানিয়েছেন খাট। কিছু বেঞ্চ একত্র করে রেখেছেন অন্যান্য মালামাল। রান্নার জন্যে বারান্দার এক কোণে চুলা বসিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, কয়েকবছর ধরেই শ্রেণিকক্ষগুলো দখল করে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকছেন শিক্ষক ফেরদৌস। ছাত্রীদের ওয়াসরুমও ব্যবহার করছেন। ছাত্রীরা এখন ছেলেদের ওয়াসরুম ব্যবহার করেন। কিছু বললে মারধর ও হুমকি দেন তিনি।

প্রধান শিক্ষক মো. ফেরদৌস শ্রেণিকক্ষ দখলের কথা স্বীকার করে বলেন, ‘আমি সব কিছু ম্যানেজ করেই ছয় বছর ধরে থাকছি। আপনারা নিউজ করে যা করার করেন।’


স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘তিনি অনেক বছর ধরেই শ্রেণিকক্ষ দখল করে এখানে পরিবার নিয়ে থাকেন।’ বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন বলেন, ‘আমি জানি উনি বাসা নিয়ে থাকেন। উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি বিষয়টি খোঁজ নিয়ে দেখতে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল-মুজাহিদ বলেন, ‘বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকার কোনো সুযোগ নেই। এ বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে।’ (সুত্রঃ আমাদের সময়)

মন্তব্য করুন