ব্রেকিংনিউজ

আজকের সর্বশেষ

No post found

প্রচ্ছদ | আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০

প্রতিনিধি

বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ২০:২৫

ছবি সংগৃহীত

  


ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে গৌহাটি-বিকানার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ওই ট্রেনের অন্তত অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার জলপাইগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


আনন্দবাজার বলছে, পাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ট্রেনটির কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ কর্মকর্তা নীলাঞ্জন দেব বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই দুর্ঘটনা ঘটে।


আনন্দবাজার বলছে, ট্রেন দুর্ঘটনার স্থানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ট্রেনের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে ওই এলাকার আশপাশের সব হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।


এদিকে, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু। তিনি বলেছেন, আমরা তিন জনের মরদেহ পেয়েছি। উদ্ধারকাজ চলছে। ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আলোর ব্যবস্থা করে উদ্ধারকাজ চালাচ্ছি।(নিউজ সংগৃহীত)  


মন্তব্য করুন
আন্তর্জাতিক এর সর্বশেষ
এবার নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন জেনারেল তচিয়ানি এবার নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন জেনারেল তচিয়ানি
আফ্রিকান নেতৃবৃন্দের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন আফ্রিকান নেতৃবৃন্দের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন
পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী
ভারতে মণিপুরের সহিংসতা নিয়ে অনাস্থা ভোটের মুখে মোদি ভারতে মণিপুরের সহিংসতা নিয়ে অনাস্থা ভোটের মুখে মোদি
ইউক্রেনে রাশিয়ান সাংবাদিক হত্যায় ফৌজদারি তদন্ত শুরু ইউক্রেনে রাশিয়ান সাংবাদিক হত্যায় ফৌজদারি তদন্ত শুরু
কৃষ্ণসাগরে নিরাপত্তা: ন্যাটোপ্রধানকে যে প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কৃষ্ণসাগরে নিরাপত্তা: ন্যাটোপ্রধানকে যে প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
ভারতের মণিপুরে যৌন নিপীড়নের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ভারতের মণিপুরে যৌন নিপীড়নের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
পাথর নিক্ষেপ করায় ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা পাথর নিক্ষেপ করায় ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা
মার্কিন সেনার উত্তর কোরিয়ায় পলায়ন: ওয়াশিংটনের ফোনকলে সাড়া দিচ্ছেনা পিয়ংইয়ং মার্কিন সেনার উত্তর কোরিয়ায় পলায়ন: ওয়াশিংটনের ফোনকলে সাড়া দিচ্ছেনা পিয়ংইয়ং
কোরআন পোড়ানোয় ইরাক-সুইডেনের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন কোরআন পোড়ানোয় ইরাক-সুইডেনের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন