আজকের সর্বশেষ
No post found
প্রচ্ছদ | চট্টগ্রাম
রাঙামাটিতে আগুনে পুড়ল ২৫টি বসতঘর
এসময় বাংলা ডেস্ক
সোমবার ১০ জুলাই ২০২৩ ১৭:২৬

রাঙ্গামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ী এলাকায় আগুনে পুড়ে গেল ২৫টি বসতঘর।
শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে একটি বাড়ীর রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের ফুলকী দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ের খাজে লেকের পাড় ঘেসা বাড়ী ঘর হওয়ায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকজন উপর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা বেশী থাকায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আর চেষ্টা চালায়। অগ্নিকান্ডের সুত্রপাত এলাকায় এতো চিপা গলি যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তার পরও অনেক চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
(নিউজ সংগৃহীত)

চট্টগ্রাম এর সর্বশেষ









মন্তব্য করুন