আজকের সর্বশেষ
No post found
প্রচ্ছদ | চট্টগ্রাম
সাবেক দুদক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রতিনিধি
মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩ ১৮:২১

চট্টগ্রাম
নগরীর চান্দগাঁওয়ে এক অসহায় পরিবারকে
মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে সাবেক দুদক কর্মকর্তার বিরুদ্ধে। তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগের সাবেক উপ-পরিচালক সৈয়দ
মো. শহীদুল্লাহ।
জানা
যায়, চান্দগাঁও থানাধীন ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডের মোজাহের উল্লাহ মুহুরীর বাড়িতে জায়গায় সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানীসহ নানা ধরনের হুমকির অভিযোগ উঠেছে সাবেক সাবেক দুদক কর্মকর্তা সৈয়দ মো. শহীদুল্লাহ'র বিরুদ্ধে।
সর্বশেষ
গত ৩ জুলাই ভুক্তভোগী
পরিবারের সদস্য কলেজ পড়ুয়া নুসরাত জাহান তাসিকা ও তার বয়োবৃদ্ধ
বাবা এস এম জসিম
উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।
গেল
৫ জুলাই এক নারীকে নানা
প্রলোভনে ফেলে চান্দগাঁও থানায় একটি মিথ্যা অভিযোগ করান। পরে ওই ঘটনায় ভুক্তভোগী
পরিবারের তিন সদস্যকে আটক করে পুলিশ। কিন্তু অভিযোগের সত্যতা না মেলায় ছেড়ে
দেওয়া হয় তাদের।
এর
আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নগরীর চান্দগাঁও থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে করেন হয়রানিমূলক নন জিআর মামলা।
এছাড়াও প্রতিনিয়ত হত্যার হুমকিসহ নানা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এস এম জসিম
উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, 'দীর্ঘদিন দুদক কর্মকর্তা পরিচয়ে আমার পৈত্রিক ভিটার জায়গার নামে জাল দলিল বানিয়ে দখল করেন তিনি। প্রতিবাদ করলে দুদকের হুমকি দেন, চান্দগাঁও থানা পুলিশকে প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে। অথচ আমাদের জায়গায় আরএস খতিয়ান ঠিক আছে কিন্ত বিএসে ভুল হওয়ায় জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে তারা। তাঁর শ্যালক কায়সারের সহায়তায় নানা ষড়যন্ত্রের অভিযোগও তোলেন ভুক্তভোগী এস এম জসিম
উদ্দিন।
আরেক
ভুক্তভোগী মো. শাহজাহান জানান, আমাদের জায়গা দখল করতে এসব করছে শহীদুল্লাহ। তিনি একজন ভূমিদুস্য ও মামলাবাজ লোক।
ইতিমধ্যে কিশোর গ্যাংসহ সন্ত্রাসীদের দিয়ে মহড়া দিয়েছে। যেকোন সময় লাশ ফেলার হুমকি দেন তার শ্যালক কায়সার। বর্তমানে আপোষে আসতে বিভিন্ন জনকে দিয়ে আমাদের ফোন দিচ্ছে। আপোষে না আসলে ক্ষতি
করার হুমকিও দিচ্ছি তারা।
গত
৯ জুন থানায় প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের থানায় নিয়ে জোর করে সাক্ষর নেওয়ার চেষ্টাসহ জায়গায় সাইনবোর্ড সরাতে অপচেষ্টা চালায়। ঐ ঘটনায় প্রতিকার
পেতে গত ১১ জুন
শহীদুল্লাহসহ চক্রের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন বলে জানান, ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার হয়রানী থেকে বাঁচতে এবং নিজেদের সম্পত্তি রক্ষায় চট্টগ্রাম ১ম যুগ্ম জেলা
জজ আদালতে গত ৬ জুন
ঘোষণার মোকদ্দমা করেন। যা বর্তমানে বিচারাধীন।
তবে
বিষয়টি অস্বীকার করেন সাবেক দুদক কর্মকর্তা সৈয়দ মো. শহীদুল্লাহ্। তিনি বলেন, তারা অন্যায়ভাবে এই জায়গায় বসবাস
করত। আইনগতভাবে লড়ার অধিকার আমার অবশ্যই আছে। তাদের কাছে কোন ডকুমেন্ট থাকলে তা আইনগতভাবে মোকাবেলা
করুক।
এদিকে
ভুক্তভোগীর আইনজীবি সাদেক উদ্দিন জানান, 'আমার মক্কেল এস এম জসিম
উদ্দিনসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিপক্ষ শহীদুল্লাহ দুদকের নাম ভাঙ্গিয়ে মিথ্যা মামলা ও থানায় অভিযোগ
দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। এ বিষয়ে আইনি
প্রতিকার চেয়ে আমরা আদালতের শরণাপন্ন হবো।

চট্টগ্রাম এর সর্বশেষ









মন্তব্য করুন