আজকের সর্বশেষ
No post found
প্রচ্ছদ | শিক্ষা
৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কোনও শিক্ষার্থী
প্রতিনিধি
শুক্রবার ২৮ জুলাই ২০২৩ ২৩:০২

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এর বিপরীতে আবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৫৪।
শুক্রবার
সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার
বিস্তারিত ফলাফল তুলে ধরার সময় এই তথ্য জানান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি
বছর এসএসসি ও সমমান পরীক্ষায়
গড় পাসের হার ৮০ দশমিক ৩৯
শতাংশ। গত বছর এসএসসি
ও সমমান পরীক্ষায় গড় পাসের হার
ছিল ৮৭ দশমিক ৪৪
শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৭৪ দশমিক ৭০
শতাংশ ও কারিগরিতে ৮৬
দশমিক ৩৫ শতাংশ পাস
করেছেন।
৯টি
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৯
হাজার ২৭৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪
হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩
হাজার ৮৮৫ জন ও ব্যবসায়
শিক্ষা বিভাগে ২ লাখ ৮০
হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ
নেয়।
দাখিলে
বা মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২ লাখ ৯৫
হাজার ১২১ জন শিক্ষার্থী এবং
এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট ১ লাখ ২৭
হাজার ৭৬৭ জন শিক্ষার্থী অংশ
নেয়। এ বছর দেশের
বাইরে আটটি কেন্দ্রে এসএসসি ও সমানের পরীক্ষা
অনুষ্ঠিত হয়।

শিক্ষা এর সর্বশেষ









মন্তব্য করুন