ব্রেকিংনিউজ

আজকের সর্বশেষ

No post found

প্রচ্ছদ | শিক্ষা

৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কোনও শিক্ষার্থী

প্রতিনিধি

শুক্রবার ২৮ জুলাই ২০২৩ ২৩:০২

চলতি বছর এসএসসি সমমান পরীক্ষায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এর বিপরীতে আবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হাজার ৩৫৪। 

শুক্রবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলতি বছর এসএসসি সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ কারিগরিতে ৮৬ দশমিক ৩৫ শতাংশ পাস করেছেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে মোট লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে লাখ ২৩ হাজার ৮৮৫ জন ব্যবসায় শিক্ষা বিভাগে লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

দাখিলে বা মাদ্রাসা শিক্ষাবোর্ডে লাখ ৯৫ হাজার ১২১ জন শিক্ষার্থী এবং এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট লাখ ২৭ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। বছর দেশের বাইরে আটটি কেন্দ্রে এসএসসি সমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন